airdrop

 Airdrop

আমি আমার যাবতীয় প্রচেষ্টা সকলের জন্য নিয়োজিত করবো যাতে সবাই এয়ারড্রপ থেকে একটা হেণ্ডস্যাম আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে। এয়ারড্রপ অনেকের মাঝে নতুন পারে, কিন্তু যারা ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখেন তাদের কাছে এটা কিছু না। পৃথিবীটা এখন সেই পুরনো যুগের বিনিময় পদ্ধতি বিশ্বাস করে না। এখন নিত্য নতুন ধারণা এগিয়ে চলছে পৃথিবী। ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা তারই একটি নতুন সংস্করণ। 


Airdrop(ভার্চুয়াল মুদ্রা)


মানুষ এখন আর আগের মত ব্যাগ ভর্তি বা পকেট ভর্তি টাকা নিয়ে মার্কেটে যায় না। সে এখন হাতে এন্ডয়েড বা ডিজিটাল এসেট নিয়ে মার্কেট করতে যায়। তার যা যা প্রয়োজনীয় সওদাপাটি ডিজিটাল এসেট দিয়ে ছেড়ে পেলে। একটা এন্ড্রয়েড বা আইফোন তাকে সবকিছু সহজ করে দিয়েছে। হাতের আঙ্গুলের কয়েক টা ক্লিকে সে তার সমস্ত কিছু করতে সমর্থ হচ্ছে। আর এটার মূলে আছে সেই আলাদীনের আশ্চর্য প্রদীপ ডিজিটাল কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। ভার্চুয়াল মুদ্রার প্রাথমিক ধাপ হলো এয়ারড্রপ। 



Post a Comment

0 Comments