মহারাষ্ট্রে সর্বপ্রথম কঠিন চিবর দান উদযাপন


 ভারতের মহারাষ্ট্রের নাগপুরে সর্বপ্রথম কঠিন চিবর দান উদযাপন

 ভারতের মহারাষ্ট্রে সর্বপ্রথম কঠিন চিবর দান উদযাপন।


 বাংলাদেশের পার্বত্য জেলা গুলো থেকে ধর্মীয় সফরে গিয়ে ঐতিহ্য বাহী সূতা থেকে বেইন বুননের মাধ্যমে ভিক্ষু সংঘের পরিধেয় বস্ত্র চিবর প্রস্তুত ও সেই চিবর সেলাই করে চিবর প্রস্তুত করার পর ২৪ ঘন্টার মধ্যে ভিক্ষু সংঘের নিকট দান করার ঐতিহাসিক মুহূর্ত ঘটতে যাচ্ছে মহারাষ্ট্রের কঠিন চিবর দান অনুষ্ঠান স্থলে। সবাই এই শুভ মুহুর্তের মঙ্গল কামনা করে শেষ করছি। সাধু সাধু সাধু।


মহারাষ্ট্রে সর্বপ্রথম কঠিন চিবর দান উদযাপন  

Post a Comment

0 Comments