ধধর্মীয় অনুষ্ঠানের পূর্বে মৈত্রী ভাবনা। আজ ৪ মে ২০২৩ খৃস্টাব্দ, রোজ-বৃহস্পতিবার,শুভ বৈশাখী পূর্ণিমা।

👉 ধর্মীয় অনুষ্ঠানের পূর্বে মৈত্রী ভাবনা। আজ ৪ মে ২০২৩ খৃস্টাব্দ, রোজ-বৃহস্পতিবার,শুভ বৈশাখী পূর্ণিমা।

ধর্মীয় অনুষ্ঠানের পূর্বে মৈত্রী ভাবনা। আজ ৪ মে ২০২৩ খৃস্টাব্দ, রোজ-বৃহস্পতিবার,শুভ বৈশাখী পূর্ণিমা। ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনের পূর্বে মৈত্রী ভাবনা।


আজ ৪ মে ২০২৩ খৃস্টাব্দ, রোজ-বৃহস্পতিবার, ২১শে বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, ২৫৬৬ বুদ্ধাব্দ, শুক্লপক্ষের চতুর্দশী তিথি, আজ আমাদের পেরাছড়ার গ্রামের বাড়িতে অনুত্তর পুণ্য ক্ষেত্র মহান ভিক্ষু সংঘকে ডেকে এনে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এবং প্রয়াত জ্ঞাতী-গোষ্ঠীর পারলৌকিক শান্তি ও মঙ্গল কামনায় নানাবিধ দান কর্ম সম্পাদন করা হয়। এ-ই পুণ্য ময় ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইবোন ছড়া সুদৃষ্টি অরণ্য কুটিরের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শ্রীমৎ নারদ স্থবির ভান্তে। এ-ই অনুষ্ঠানে দানকর্ম সম্পাদন করার পূর্বে শ্রদ্ধেয় নারদ ভান্তের নির্দেশনা ও পরিচালনায় নিজের ও বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় সকলে মিলে কিছুক্ষণ মৈত্রী ভাবনা করা হয়। এ-ই ভিডিও টি তে তা দেখানো হয়েছে। তাই সকলে ভিডিও টি দেখুন। সাধু সাধু সাধু। আজকের এই মহতী পুণ্য ময় ধর্মীয় অনুষ্ঠান টি আমি পরিচালনা করি। এ-ই ধর্মীয় পুণ্য অনুষ্ঠানে যা যা করা হয় তার সংক্ষিপ্ত তুলে ধরছি। সর্ব প্রথম সেই মহাকারুনিক তথাগত ভগবান সম্যক সম্বুদ্ধের শরণে নতশিরে তিন বার বন্দনা করা হয়। তারপর তাঁর প্রচারিত ধর্ম ও প্রতিষ্ঠিত সংঘকেও তিন বার নতশিরে বন্দনা করা হয়। পরে আজকের মহতী পুণ্য অনুষ্ঠানে উপস্থিত সকল জ্ঞাতী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়াপ্রতিবেশি সকলকে শ্রেণি মোতাবেক শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা ও স্নেহাশিস জানানো হয়। শ্রদ্ধেয় পুণ্যার্থীগণকে আজকের এই মহতী পুণ্য অনুষ্ঠানে যা যা ধর্মীয় কর্ম সম্পাদন করা হবে তা আরেক বার স্মরণ করিয়ে দেয়া হয়। আজকের পুণ্য অনুষ্ঠানে দানের মধ্যে আছে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাত্তি দান, কল্লতরু দান, সাউণ্ড বক্স ক্রয় কল্পে টাকা দান, পিণ্ড দান, পানীয় দান সহ নানাবিধ দান। এবং পরিত্রাণ সূত্র শ্রবণ করা হবে। এই ধর্মীয় পুণ্য কর্ম গুলো সম্পাদন করার জন্য সকলকে মানসিক ভাবে প্রস্তুত হতে অনুরোধ করা হয় এবং একাগ্র ও গভীর মনোযোগ দিতে অনুরোধ জানানো হয়। সর্ব প্রথম নমোতস্ স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ স্ স তিনবার উচ্চারণ করে পরম করুনাময় ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সবাই উপস্থাপকের সাথে সাথে (নমোতস্ স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ স্ স)-৩ বার বলে। এরপর ত্রিরত্ন বন্দনা:- বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সব্বদা।(দুতিযম্পি-ততিযম্পি) এরপর ভিক্ষু বন্দনা:-ওকাস বন্দামি ভান্তে সঙ্ঘো দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে সঙ্ঘো।(দুতিযম্পি-ততিযম্পি) এরপর ক্ষমা প্রার্থনা:-তিরতনেসু কাযেন বাসায মনসাপি চ, পমাদেন কতং ভন্তে সব্ব দোসং খমন্তু মে। তেসু কতঞ্জলি কম্মস্ সানু ভাবেন সব্বদা, অজ্ঝত্তিকা চ বহিদ্ধা রোগা ছন্নবুতিবিধা। বত্তিংস কম্ম করণা পঞ্চবীসতি ভেরবা, সোলসূপদ্দবা চাপি দণ্ডং দোসা দসট্ ঠ চ। পঞ্চবেরানি চত্তারো অপাযা চ তযোপি চ, কপ্পা চ ইতি সব্বে তে বিনস্ সন্তু অসেসতো। ইচ্ছিতং পত্থিতং চাপি খিপ্পমেব সমিজ্ঝতু, দীঘং চ হোতু মে আযু সংসারে সব্ব জাতীসু। সংসারে সংসারন্তো চ লভিত্বা লোকিযং সুখং, ন চিরং মগ্গং লব্ধান নিব্বানং পাপুনিস্ সাহং।(এটা শুধু একবার) এরপর পঞ্চশীল প্রার্থনা:- সংসারবত্তা সব্ব দুক্খাতো মোচন্তায নিব্বানং সচ্চি করন্তায অকাস মযং ভান্তে তিশরনেন সহ পঞ্চশীলং ধম্মং যাচামি অনুগ্গহং কত্তা শীলং দেথ নো ভান্তে।(দুতিযম্পি-ততিযম্পি) এরপর পরিত্রাণ প্রার্থনা:- মযং ভান্তে সঙ্ঘো, বিপত্তি পটিবাহায সব্বসম্পত্তি সিদ্ধিযা, সব্বদুক্ খা-বিনাসায, সব্বভয-বিনাসায, সব্বরোগ-বিনাসায, সব্ব-অন্তরায-বিনাসায, সব্বউপদ্দব-বিনাসায, সব্বঅমঙ্গলং-বিনাসয, সব্বপাপমার-বিনাসায, ভবে দীঘাযু-দাযকং চিত্তং উজুং করিত্বান পরিত্তং ব্রুথ মঙ্গলং।(দুতিযম্পি-ততিযম্পি) এরপর পরম শ্রদ্ধেয় শ্রীমৎ নারদ স্থবির ভান্তে ধর্ম দেশনা প্রদান করেন। এরপর আজকের ধর্মীয় পুণ্য ময় অনুষ্ঠান সমাপ্ত করা হয়। ধর্মীয় অনুষ্ঠান 👉💥 সাধু সাধু সাধু।

ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনের পূর্বে মৈত্রী ভাবনা।, ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনের পূর্বে মৈত্রী ভাবনা, মৈত্রী ভাবনা, ধর্মীয় অনুষ্ঠান, শুক্লপক্ষের চতুর্দশী তিথি, অনুত্তর পুণ্য ক্ষেত্র, মহান ভিক্ষু সংঘ, নানাবিধ দান কর্ম সম্পাদন, সুদৃষ্টি অরণ্য কুটিরের অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় শ্রীমৎ নারদ স্থবির ভান্তে, মহাকারুনিক তথাগত ভগবান সম্যক সম্বুদ্ধের, ত্রিরত্ন বন্দনা, ভিক্ষু বন্দনা, ক্ষমা প্রার্থনা, পঞ্চশীল প্রার্থনা, পরিত্রাণ প্রার্থনা, chand online, Chand Online, buddhism, chakma channel, dhamma


https://youtu.be/4S4T2Uy0gIM

Post a Comment

0 Comments