রত্নগিরী অরণ্য কুটিরের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় অজিত কীর্তি স্থবির ভান্তের কন্ঠে সূত্র পাঠ। উত্তর খবং পড়িয়া নিবাসি শ্রদ্ধাবান উপাসক-উপাসিকা নোবেল বাপ ও মায়ের বাড়িতে পারিবারিক ধর্মীয় পুণ্যানুষ্ঠান উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে। সবাই কে আন্তরিক ভাবে সূত্র শ্রবণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাধু সাধু সাধু।
0 Comments